মাঝ আকাশে ঝড়ের মুখে হাওয়াইয়ান বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

মাঝ আকাশে ঝড়ের মুখে হাওয়াইয়ান এয়ারলাইন্সের বিমান। বড়সড় দুর্ঘটনা হতেই পারতো। তবে স্বস্তির খবর, বিরাট কোনও ঘটনা ঘটেনি। তবে এমন ঘটনা ঘটায় বিমান যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আর বিমানের ভয়ঙ্কর দুলুনিতে জখম হন ৩৬ জন যাত্রী। জখমদের মধ্যে এক শিশু-সহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে সূত্রে খবর।

হাওয়াইয়ান এয়ারলাইসেন্সের চিফ অপারেটিং অফিসার জন স্নুক জানান, মাঝ আকাশে বিমানটি ঘূণিঝড়ের কবলে পড়লে, হনলুলুর ড্যানিয়েল কে. ইনোউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানটি ফিনিক্স থেকে হনলুলু যাচ্ছিল। বিমাটিতে ১০ জন ক্রু সদস্য-সহ মোট ২৭৮ জন যাত্রী ছিলেন। আর এই যাত্রাপথেই বিমানটি হঠাৎই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তার জেরে দুলতে থাকে বিমানটি। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। এদিকে আবার অনেক যাত্রী সিটবেল্ট না বাধায় আহতও হন। এরপরই বিমানটি তড়িঘড়ি হনলুলু বিমানবন্দের অবতরণ করানো হয়। তবে এই ঘটনায় বিমানের অভ্যন্তরে বেশ ক্ষতি হয়েছে বলে জানান স্নুক।

এদিকে  হনলুলু ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের ডিরেক্টর জিম আয়ারল্যান্ড জানান, এই জরুরি অবতরণের জেরে প্রায় ৩৬ জন যাত্রী কম-বেশি জখম হন। ঘটনায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। যাঁদের মধ্যে রয়েছে একজন শিশুও। রয়েছেন বিমানটির ৩ ফ্লাইট অ্যাটেনডেন্টও। আয়ারল্যান্ড আরও জানান, জখমদের বেশিরভাগদের আঘাত লেগেছে মাথায়। তৈরি হয়েছে ক্ষত। তবে আহতরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + six =