হরিদেবপুর হত্যা কাণ্ডের পরতে পরতে রহস্য! বাস্তব হার মানাচ্ছে চিত্রনাট্যকেও

কলকাতা: এ যেন অজয় দেবগণের দৃশ্যম সিনেমারই দৃশ্য!
হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের খুনের পরতে পরতে রহস্য। মিলছে না অয়নের বাবা ও অয়নের বান্ধবীর বাবার বয়ান। সত্যি কে বলছে সেটাই বোঝা দুষ্কর! তদন্তে ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিত পুলিশ আগেই পেয়েছিল। অয়নের মৃত্যুর পরেই তাঁর বাবা সংবাদমাধ্যমের সামনে বান্ধবী এবং তাঁর মায়ের দিকে ইঙ্গিত করে বলেন, ‘মা এবং মেয়ে দু’জনেই আমার ছেলেকে চাইত। ও কী করবে?’ এদিকে, অয়নের বান্ধবীর বাবা আবার অয়নের বিরুদ্ধে আগেই তাঁর মেয়ে ও স্ত্রীকে ধর্ষণের অভিযোগ করেছেন। এদিকে আবার অয়নের বন্ধুরা আবার কার্যত অয়নের বাবার সুরেই কথা বলছেন। তাঁদের সাফ দাবি বাড়িতে বান্ধবীর বাবা না থাকলেই অয়নকে ডেকে পাঠাত তাঁর মা।
পাশাপাশি যেভাবে খুনের পরিকল্পনা করা হয়েছিল, তার পরেও পরিবারের লোকেরা যেভাবে অন্যদের সঙ্গে কথা বলেছেন, তা কার্যত যে কোনও বলিউডি সিনেমার চিত্রনাট্যকে হার মানাতে পারে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। খুনের ঘটনা ও তা নিয়ে একের পর এক ঘটনায় লোকজন বলিউডি সিনেমা দৃশ্যম-এর মিল পেতে শুরু করেছেন।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সত্যিটা কী? অয়নের বান্ধবীর মা-কী তাঁকে ডেকে পাঠাতেন? নাকি কোনও গোপন ছবি দেখিয়ে বান্ধবী ও তাঁর মাকে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্কে বাধ্য করছিল অয়ন?
এ প্রসঙ্গে অয়নের এক বন্ধু বলেন, ‘মেয়েটার সঙ্গে ছেলেটার প্রেম ছিল। কিন্তু, মেয়েটার বাবা ঘরে না থাকলেই মেয়েটার মা অয়নকে ফোন করে ডাকে। বলে তোমার কাকু ঘরে নেই তুমি এসো। ওর মা ওকে ভালবাসতে চায়। কিন্তু ছেলেটা মেয়েকে ভালবাসে। অয়নের বাবার দাবি, ‘বাড়িতে ওর মা ডেকে নিয়ে যেত। ওর মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল আমার ছেলের। ওর মা-মেয়ে দুজনের সঙ্গে সম্পর্ক ছিল।’
এদিকে আবার অয়নের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তুলে বান্ধবীর বাবার দাবি ছিল, ‘আমার মেয়ের সঙ্গে অয়নের সম্পর্ক আমার মেয়ে মেনে নেয়নি। অয়ন জোর করে ওকে ধর্ষণ করে। তারপর ওকে সেই ছবি দেখিয়ে ওর মাকেও ধর্ষণ করেছে।’ কিন্তু, এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন তাঁরা পুলিশের দ্বারস্থ হলেন না? এ প্রশ্নের উত্তরে তাঁর দাবি, ‘থানায় এর আগে জানিয়েছিলাম। কিন্তু ছবির জন্য, আত্মসম্মান রক্ষার জন্য আমরা চেপে যাই। আমরা মেয়েকে বাইরে পাঠিয়েও দিই। পরিবারের বাকিদেরও বাইরে পাঠিয়ে দিয়েছিলাম। অয়নের অভিভাবকদেরও ঘটনার কথা জানিয়েছিলাম।’
বাবার সুরেই কথা বলেছেন অয়নের বান্ধবী। সূত্রের খবর, তাঁরও দাবি ভিডিয়ো ভাইরালের ভয় দেখালেও ভয়েই কাউকে সে কথা তাঁরা বলতে চাননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =