দীর্ঘদিন পর ২২ গজে ফিরলেন হার্দিক পান্ডিয়া। আর কামব্যাক ম্যাচেই পেলেন সেরার পুরস্কার। হায়দরাবাদে পঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন হার্দিক। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামিকাল অর্থাৎ ৩ ডিসেম্বর ঘোষণা হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের স্কোয়াড। তার আগে হার্দিকের এই ইনিংস নিঃসন্দেহে নির্বাচকদের দল বাছাইয়ে সাহায্য করবে।
হায়দরাবাদে অভিষেক শর্মার পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ২২২ রান তোলে পঞ্জাব। হাফসেঞ্চুরি অভিষেক শর্মার। আনমোলপ্রীত সিংয়ের ব্যাটে আসে ৬৯ রান। আর নমন ধীর করেন ৩৯ রান। ৩ উইকেট নেন রাজ লিম্বানি। ১টি করে উইকেট হার্দিক পান্ডিয়া, রাসিখ সালাম ও অতীত শেঠের। বল হাতে ১ উইকেটের পর হার্দিক ৪২ বলে ৭৭ নট আউট হার্দিক। এই ইনিংস হার্দিক সাজিয়েছেন ৭টি চার ও ৪টি ছয় দিয়ে। ১৯.১ ওভারে ২২৪ রান তুলে ফেলে বরোদা। যার ফলে ৭ উইকেটে জয় ক্রুণালের দলের।
হায়দরাবাদে কয়েকবার বরোদা-পঞ্জাব ম্যাচের মাঝে বাধা তৈরি হয়েছিল। কারণ, হার্দিককে সামনে পেয়ে নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে তাঁর ভক্তরা মাঠে ঢুকে পড়েছিলেন। সোজা গিয়ে হার্দিকের পায়ে লুটিয়ে পড়েন তাঁর কয়েকজন ভক্ত। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে তাঁদের মাঠের বাইরে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে।

