১ মাস ১২ দিন রিহ্যাবে কাটিয়ে ২২ গজে ফিরছেন হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচের আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় আপডেট পাওয়া গিয়েছে। তারকা অলরাউন্ডার ২২ গজে ফেরার জন্য ফিট হয়ে উঠেছেন। দীর্ঘ ৪২ দিন কঠোর রিহ্যাব পর্ব কাটিয়েছেন হার্দিক। এ বার ফের ব্যাট-বল হাতে হার্দিকের ম্যাজিক দেখানোর পালা। কোথায় ও কবে অ্যাকশনে দেখা যাবে বরোদার তারকা অলরাউন্ডারকে?

প্রথমে শোনা গিয়েছিল, আগামিকাল অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে খেলতে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু পরে বোর্ডের মেডিক্যাল টিম ঠিক করে বড় ফর্ম্যাটের জায়গায় ছোট ফর্ম্যাটে তিনি যদি কামব্যাক করেন, তা হলে চাপ কম হবে। আপাতত যা খবর, তাতে ৩২ বছর বয়সী অলরাউন্ডারকে দেখা যাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। হায়দরাবাদে তিনি ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদা দলের সঙ্গে যোগ দিচ্ছেন। খেলবেন ২ ডিসেম্বর, ৪ ও ৬ ডিসেম্বর।

হার্দিক পান্ডিয়া ১৪ অক্টোবর চোট নিয়ে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন। সেখানে ১ মাস ১২ দিন রিহ্যাব পর্ব কাটানোর পর ২২ গজে ফেরার সবুজ সংকেত মিলেছে। হার্দিক সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ক্রিকেট মহলের মতে, ছাব্বিশের কুড়ি-বিশের বিশ্বকাপে তাঁকে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই তাঁর মাঠে ফেরা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চায়নি বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =