কাফা নেশনস কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। প্লে অফ ভাগ্য এখন ঝুলে থাকবে খালিদ জামিলের ছেলেদের। এই ম্যাচ জিতলে প্লে অফে অনায়াসেই চলে যেতে পারত ভারত। কিন্তু সেই আশা এখনই পূরণ হল না এই ড্রয়ের ফলে। এখন খালিদ জামিলদের তাকিয়ে থাকতে হবে ইরান-তাজিকিস্তান ম্যাচের দিকে।
চোয়ালে চোটের কারণে তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান দেশে ফিরে গিয়েছেন। সন্দেশের না থাকাটা বড় ধাক্কা ভারতের জন্য। তবে এদিন গোল করা বা জেতার তাগিদ দেখা গেল না খালিদের ছেলেদের মধ্যে। যা দেখা গিয়েছিল কাফা নেশনস কাপের গত দুটি ম্যাচে। ম্যাচের ৮ মিনিটে ইরফান যাদব ফ্রিকিকও পায়। তা সঠিক জায়গায় রাখতে না পারলে, সেখান থেকে কর্নারও পায় ভারত। যা কাজে লাগাতে পারেনি ভারত। ম্যাচের ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে আফগানিস্তানের আলি রেজা দুর্দান্ত শট নিয়েছিলেন, যা গুরপ্রীত সিং সান্ধু দুর্দান্ত প্রচেষ্টায় বাঁচিয়ে দেন। ৩৩ মিনিটে সুযোগ তৈরি করেন আশিক কুরুনিয়ন।
দ্বিতীয়ার্ধেও দুই দল খানিক ধীরগতিতেই খেলা শুরু করে। আফগানিস্তান রক্ষণাত্মক খেলায়, ভারত সুযোগ তৈরি করলেও বারবার ফিনিসিং লাইনে গিয়ে ব্যর্থ হচ্ছিল। লিগ টেবিলের লাস্টবয় আফগানিস্তানের বিরুদ্ধে জয় আশা করেছিল সমর্থকরা। তিন ম্যাচে চার পয়েন্ট রয়েছে ভারতের দখলে। নক আউট পর্বে পৌঁছতে গেলে জিততেই হত ভারতকে।

