বধূকে উত্যক্ত, প্রতিবাদে কুড়ুলের কোপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, অণ্ডাল: বাড়ির বধূকে উত্যক্ত করার অভিযোগ উঠছিল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে শ্বশুর, স্বামী সহ দুই দেওরকে কুড়ুলের কোপ মারার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হল মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে অণ্ডালের সরিষাডাঙা এলাকায় এই ঘটনাকে ঘিরে রক্তাক্ত পরিস্থিতি এলাকায়।
শ্বশুর অভিযোগ করেন, প্রতিবেশী তপন রুইদাস এবং আশা রুইদাস তাঁর বউমাকে ইভটিজিং করতেন। সেই সমস্যা সমাধানের জন্য ওঁদের নিয়ে আলোচনা চলছিল। তখনই কুড়ুল, শাবল নিয়ে তাঁকে এবং তাঁর তিন ছেলে সঞ্জয় রুইদাস, মঞ্জয় রুইদাস এবং অজয় রুইদাসের ও™র হামলা চালান ওঁরা। তাঁরা অণ্ডাল থানার পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন আক্রান্ত পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 19 =