ব্যারাকপুর: শিয়ালদা মেন শাখার কাঁকিনাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল নৈহাটি জিআরপি। বৃহস্পতিবার ভোরে ৪ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী বসার শেডের লোহার বারের সঙ্গে নাইলনের দঁড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় যুবককে ঝুলতে দেখেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে নৈহাটি জিআরপি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রেল পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয় কংগ্রেস নেতা ধর্মেন্দ্র সাউ বলেন, ‘স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল পুলিশ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। ওঁর পকেটে কিছু কাগজপত্রও ছিল। কেউ মেরে ঝুলিয়ে দিল নাকি ওই যুবক আত্মহত্যা করলো, তা বলা সম্ভব নয়।’ ধর্মেন্দ্র বাবুর দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রেল পুলিশের তদন্ত করা উচিত। তবে নৈহাটি জিআরপি থানার পুলিশ জানিয়েছে, মৃতের পকেট থেকে চিকিৎসা সংক্রান্ত দু’টি নথি পাওয়া গিয়েছে। একটা হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের এবং আর একটি কলকাতা এনআরএস হাসপাতালের। তাতে নাম লেখা আছে লব ঘোষ। বয়স ২৫ বছর। রেলপুলিশের দাবি, ওই যুবক আত্মহত্যাই করেছে।