জটিল অস্ত্রপচারে বড় সাফল্য পেল হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। কয়েক মাস আগে জরায়ুতে টিউমার অপারেশন হয়েছিল বছর ৪৭ এর এক শিক্ষিকার, অপারেশনের পরে কিছুদিন সুস্থ থাকার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখানোর পর পরীক্ষা নিরীক্ষায় ধরা পরে জরায়ুতে ফের টিউমার এবং হার্নিয়া- অ্যাপেন্ডিক্সের মতো রোগ শরীরে বাসা বেধেছে। এর পরে ওই অসুস্থ শিক্ষিকার পরিবারের সদস্যরা যোগাযোগ করেন হাওড়া থেকে সোজা উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেই মতো বৃহস্পতিবার সকালে হাবড়া হাসপাতালে ওই রোগীকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। শুক্রবার হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের নেতৃত্বে ছয় সদস্যের একটি চিকিৎসকদের টিম সহ চার নার্স মিলিয়ে মোট দশজনের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সফল অস্ত্রপচার সম্ভব হয়। হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস জানিয়েছেন, ছোট-বড় সব মিলিয়ে টিউমারের সংখ্যা ছিল প্রায় ১৮ টি। যার আকৃতি দেখতে অনেকটাই সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলার মতো। পাশাপশি তিনি বলেন, রোগীর ব্লাড গ্রুপ ‘এ’ নেগেটিভ’ থাকায় রক্ত জোগাড় করতেও যেমন কিছুটা বেগ পেতে হয়েছে অন্যদিকে তিনি বলেন, এই ধরনের অপারেশন সাধারণত কলকাতার বড় বড় হাসপাতালে হয়ে থাকে তবে হাবড়ার মতো স্টেট জেনারেল হাসপাতালে এই ধরনের অপারেশন করা পরিকাঠামোগত অনেকটাই সমস্যা ছিল। তবে রোগীর আত্মীয় পরিজনরা আমাদের চিকিৎসকদের উপর ভরসা করেছিলেন তাই আমরা এই জটিল অস্ত্রপচারে সফল হয়েছি। সফল অস্ত্রপচারের পরে এই মুহূর্তে রোগী সুস্থ আছেন এবং পুরোপুরিভাবে বিপদমুক্ত। সফল অস্ত্রপচারের পর রোগীর আত্মীয়রাও খুশি,পাশাপশি চিকিৎসকদের এবং নার্সদের প্রত্যেকেই ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।