হাওড়া : বৃহস্পতিবার দুপুরে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল। একটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
জানা গেছে, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জমায়েতে যোগ দেওয়ার জন্য এক দল আন্দোলনকারী গাড়ি করে যাচ্ছিলেন। একই পথে ছিল এক ব্যবসায়ীর গাড়ি। একটি গাড়ি অন্যটিকে ওভারটেক করা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হয়। অভিযোগ, ওই ব্যবসায়ীর গাড়িতে থাকা দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী বন্দুক উঁচিয়ে ভয় দেখান।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলের অংশগ্রহণকারীরা ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।