গুমা উপপ্রধান খুন: হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিল

অশোকনগর: গুমা উপপ্রধান খুনে ব্যবহৃত বন্দুক উদ্ধার পার্শ্ববর্তী একটি বাড়ির ভূষির ভেতর থেকে। অভিযুক্তর বাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও মৃত উপপ্রধান বিজন দাসের অনুগামীদের তাড়া খেয়ে কার্যত পিছু হাটতে বাধ্য হয় পুলিশ। গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান খুনে মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ গুমা স্টেশন রোড অবরোধ হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায় দীর্ঘ সময়, ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

পরবর্তীতে এসডিপিও হাবড়া, সিআই হাবড়া অশোকনগর থানার ওসির নেতৃত্বে আরও বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন বিকেলে গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসের খুনের প্রতিবাদে মৌন মিছিল হাবড়া দুই নম্বর চক্রের প্রাথমিক শিক্ষকদের। গুমাতে অবস্থিত হাবড়া দুই নম্বর চক্রের স্কুল পরিদর্শকের অফিস প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়ে গুমা স্টেশন ঘুরে আবার অফিস প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সহ একাধিক দাবিতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল হয়। মিছিল শেষে শিক্ষকদের পক্ষ থেকে দাবি তোলা হয় বিজন দাসের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 18 =