গুজরাতে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৪১, মঙ্গলবার মোরবিতে যাবেন মোদি

গুজরাতে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার মোরবি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। রবিবার সন্ধ্যায় মোরবিতে শতাব্দীপ্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে  এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি বলেছেন, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ফৌজদারি মামলা দায়ের করেছে গুজরাট সরকার। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে বিশদে তদন্ত শুরু করেছে গুজরাত। ঘটনায় শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  রবিবার সন্ধেবেলা ব্রিজ (Morbi Bridge Collapse) ভেঙে পড়ার পরেই উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই কাজে যোগ দেয় ভারতীয় সেনাও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রীও। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘প্রায় ২০০ জন ব্যক্তি উদ্ধারকাজে শামিল হয়েছেন। এখনও নদীতে নেমে খোঁজাখুঁজি চলছে। গোটা ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।’

চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন। রবিবার তিন দিনের সফরে গুজরাতে গিয়েছিলেন মোদি। তাঁর সফরের মধ্যেই সেতু বিপর্যয় ঘটে। রবিবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন।

সোমবার একতা দিবসের ভাষণেও মোদির মুখে গুজরাতে সেতু বিপর্যয়ের প্রসঙ্গ এসেছে। তিনি বলেছেন, ‘গুজরাতের জন্য গোটা দেশ প্রার্থনা করছে। আমার জীবনে এমন দুঃখ খুব কমই পেয়েছি। এক দিকে আমার মন ভারাক্রান্ত, অন্য দিকে আমি কর্তব্য পালন করে চলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =