গুজরাতে শুরু দ্বিতীয় দফার নির্বাচন, ভোট দিলেন মোদি, ৯ টা পর্যন্ত ভোট ৪.৭৫ শতাংশ

আহমেদাবাদ: গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচনে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ে ৪.৭৫ শতাংশ। সকাল ৮ টায় শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৫ টা অবধি ভোট দিতে পারবেন ভোটাররা। দ্বিতীয় দফা নির্বাচনে ২৬,৪০৯ ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচন ঘিরে গতকাল থেকেই প্রস্তুতি ছিল তুঙ্গে। ৮৪ হাজার পোলিং অফিসার মোতায়েন করা হয় সুষ্ঠুভাবে নির্বাচন নিশ্চিত করতে। এদিন ৯৩ টি আসনে মুখোমুখি লড়াইয়ে আপ-বিজেপি। ৯০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। আর কংগ্রেসর জোটসঙ্গী দুটি আসনে প্রার্থী দিয়েছে। আহমেদাবাদ, ভদোদরা, গান্ধিনগর ও অন্যান্য জেলা জুড়ে এই ৯৩ টি আসন ছড়িয়ে রয়েছে। প্রসঙ্গত, প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.৩১ শতাংশ। এদিনের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৮৩৩। ২.৫ কোটির বেশি নাগরিক এই দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ পর্ব শুরু আগে সকল ভোটারদের ভোট দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন ট্যুইটে লেখেন, ‘দ্বিতীয় দফা গুজরাত নির্বাচনে ভোটদানের আবেদন জানাচ্ছি। বিশেষ করে যুব ও মহিলা ভোটারদের। আমি সকাল ৯ টা আহামেদাবাদে ভোট দেব। নিশান পাবলিক স্কুলে ভোট দেন মোদি। সেই কারণে অতিরিক্তি নিরাপত্তা চাদরে মোড়া হয় এই বুথ। এদিন মোদি নির্বাচনে বিজেপির জয়ের জন্য মায়ের আশীর্বাদও নেন। এদিন কড়া নিরাপত্তার মধ্যে গান্ধিনগরে মায়ের বাড়িতে যান নরেন্দ্র মোদি। মায়ের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এদিন ভোট দিয়ে নরেন্দ্র মোদি জানান, ‘গুজরাত, হিমাচল প্রদেশ ও দিল্লির বাসিন্দারা গণতন্ত্রের উৎসব উদযাপন করছেন। আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।’ এদিন ভোট দেন সস্ত্রীক দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ভোট দিয়ে তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের উৎসব। সবার ভোটাধিকার প্রয়োগ করা উচিত। আমি সকলকে বেরিয়ে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি এবং গণতন্ত্রের হাত শক্ত করুন। গুজরাটের জনগণ বুদ্ধিমান। তাঁরা ভেবেচিন্তে ভোট দেন। এবারও তাঁরা তাই করবেন।’

ভোট দেন আনন্দীবেন প্যাটেল, ভোট দেন হার্দিক। এদিন ভোট দেন কংগ্রেস নেতা ভারত সোলাঙ্কিও। তাঁর দাবি, ‘প্রথম দফায় সৌরাষ্ট্র ও সাউথ গুজে বড় সমর্থন পেয়েছে কংগ্রেস। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।’ এদিকে সোমবার রাহুল গান্ধি অভিযোগ করেন, গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচনের আগে কংগ্রেসের বিদায়ী বিধায়ক তথা দান্তা কেন্দ্রের প্রার্থী কান্তি খারাদি নিখোঁজ হয়েছেন। তিনি ট্যুইটে লেখেন, ‘কংগ্রেসের জনজাতি নেতা ও দান্তা বিধানসভার প্রার্থী, কান্তিভাই খারাদির উপর বিজেপির গুন্ডারা নির্মমভাবে আক্রমণ করেছিল এবং এখন তিনি নিখোঁজ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =