calকলকাতা: কয়লা পাচার মামলায় ‘রক্ষাকবচ’ পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।সিঙ্গল বেঞ্চের এই রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের আধিকারিকেরা।দায়ের করা হয় মামলাও। আগামী ১৬ নভেম্বর এই মামলার শুনানি।
কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের নজরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এর পাশাপাশি তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেকের স্ত্রী রুজিরার নামও জড়িয়েছে এই মামলয়া। তাঁদের দু’জনকেই তলব করে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। কারণ হিসেবে ইডির তরফ থেকে জানানো হয়, তাঁদের নামে থাকা বিদেশি অ্যাকাউন্টের সঙ্গে কয়লা পাচারের যোগ থাকতে পারে, এমন ধারনা করছেন তাঁরা। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইডি তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায়। অন্য দিকে, তাঁর শ্যালিকা মেনকাকেও দিল্লিতে তলব করা হয়।কেন জিজ্ঞাসা বাদ কলকাতার বদলে দিল্লিতে হবে তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের যান মেনকা। তখনই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে তা কলকাতাতেই করতে হবে। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, ইডির আঞ্চলিক অফিস কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তা ছাড়া, মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা।
রক্ষাকবচ থাকায় এতদিন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব ছিল না। আদালতের এই রক্ষাকবচ পাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিলেন মেনকা। এবার সেই নির্দেশকেই ফের চ্যালেঞ্জ করল ইডি। তদন্তকারী সংস্থার দাবি, কয়লা-কাণ্ডের সঙ্গে যোগ থাকায়, এভাবে রক্ষাকবচ দেওয়া হলে তদন্তে অসুবিধা হতে পারে। সে কারণে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। মামলা দায়েরের অনুমতিও দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতা বিমান বন্দরে ব্যাঙ্কক যাওযার পথে অভিবাসন দপ্তরের তরফ থেকে বাধা দেওয়া হয় মেনকাকে। ১০ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি ও বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবমাননার মামলা করেন অভিষেক-শ্যালিকা। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে আদালতের ‘রক্ষাকবচ’ থাকা সত্ত্বেও বিমানবন্দরে কেন তাঁকে আটকানো হল, এই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেনকা।যদিও সেই মামলা খারিজ হয়ে গিয়েছিল।
সূত্রের খবর, ১৬ নভেম্বর হাইকোর্টে রক্ষাকবচ তোলার স্বপক্ষে একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হবে ইডির তরফ থেকে। জেরায় কী কী তথ্য পেয়েছে তদন্তকারীরা, তাও জানাতে পারে ইডি। এখন রাজনৈতিক মহল এই রায়ের দিকেই তাকিয়ে যে, মেনকা গম্ভীরের রক্ষাকবচ আদালতের তরফ থেকে আর বহাল রাখা হয় কি না।