কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার খাদ্য ভবনে গ্রুপ-ডি কর্মীদের উন্নয়নমূলক পদোন্নতির দাবিতে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রায় সমস্ত জেলার খাদ্য দফতরের প্রায় ৭০০ জন গ্রুপ-ডি কর্মী এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।
মূলত, দীর্ঘদিন ধরে গ্রুপ-ডি কর্মীদের পদোন্নতির প্রক্রিয়া স্থগিত রয়েছে বলে অভিযোগ তুলেছেন কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে পদোন্নতি দেওয়া হোক। ফেডারেশনের মুখ্য নেতা সুবীর ঘোষ বলেন, “অনেক দিন ধরেই গ্রুপ-ডি কর্মীদের পদোন্নতির প্রক্রিয়া বন্ধ আছে। এই বিক্ষোভের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।”
জানা গেছে, এই দাবি নিয়ে ছয়টি আলাদা প্রস্তাব সরকারের কাছে পেশ করা হয়েছে। কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ থাকায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

