শূন্য থেকে শুরু! দু-দলের কাছে পরিস্থিতি তেমনই। পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১ অবস্থায় দাঁড়িয়ে। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নির্ভর করছে এই সিরিজের উপর। ভারত ৪-১ ব্যবধানে জিতলে আর কোনও অঙ্কে নজর রাখতে হবে না। কিন্তু আরও একটা হার মানেই জটিল অঙ্কে। অস্ট্রেলিয়াও পিছিয়ে পড়েছিল ফাইনালের দৌড় থেকে। পারথ টেস্টে বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। যদিও অ্যাডিলেডে গোলাপি টেস্ট জিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে দু-দলের কাছেই নতুন শুরু।
ব্রিসবেনের গাব্বা একটা সময় অবধি অস্ট্রেলিয়ার দুর্গ ছিল। দীর্ঘ ৩২ বছর অপরাজিত ছিল। কিন্তু গত সফরে গাব্বা দুর্গ ভেঙেছিল ভারতের তরুণ ব্রিগেড। তেমনই গত মরসুমে ব্রিসবেনে শেমার জোসেফের বিধ্বংসী বোলিংয়ে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল অজিরা। এখন আর দুর্ভেদ্য নয় গাব্বা! এখানকার পিচও ভালো রেটিং পায়নি। গত কয়েকদিন যা ঘাস ছিল, ম্যাচের আগের দিন তুলনায় অনেক কম। তাতেও পেস দাপট দেখা যাবে বলাই যায়। পেস-বাউন্সে এর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সময়ের সঙ্গে মুভমেন্ট কমতে পারে।
ম্যাচের এক দিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। তাদের একাদশে একটিই বদল। ফিট জশ হ্যাজলউডকে জায়গা ছেড়ে দিতে হয়েছে। বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। অজি শিবিরে চিন্তা টপ অর্ডার ব্যাটিং। বিশেষ করে দুই তারকা স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের পারফরম্যান্স চাপে রাখছে। এই দু-জনেরই গাব্বায় ট্র্যাক রেকর্ড খুবই ভালো। ভারতীয় শিবিরে যা চিন্তার কারণ হতে পারে।
ভারতের একাদশে কী পরিবর্তন হবে, ম্যাচের আগেই জানা যাবে। এখনও অবধি ধোঁয়াশা ব্যাটিং অর্ডার নিয়ে। রোহিত শর্মা ওপেনিংয়ে ফিরবেন নাকি মিডল অর্ডারেই ব্যাটিং চালিয়ে যাবেন, সবচেয়ে বড় প্রশ্ন এটাই। পেস বোলিং আক্রমণে বুমরা-সিরাজের সঙ্গে হর্ষিত রানা খেলেছেন। এই ম্যাচে হর্ষিতের জায়গায় খেলানো হতে পারে আকাশ দীপকেও। এক স্পিনারে অশ্বিনের জায়গা ধরে রাখার সম্ভাবনাই বেশি।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু ভারতীয় সময় শনিবার সকাল ৫.৫০ টায়। টস হবে সকাল ৫.২০-তে। ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস ও ডিজনি প্লাস হটস্টারে।