নাগরাকাটা : এখনও মেলেনি বোনাস, উপরন্তু বকেয়া আছে মজুরিও। এনিয়ে ক্ষুব্ধ জলপাইগুড়ি-র নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের শ্রমিকরা।
সোমবার বাগানের অফিসের সামনে বিক্ষোভে শামিল হন তাঁরা। দ্রুত মজুরি-বোনাস নিয়ে ফয়সালা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শ্রমিকদের বক্তব্য, আগস্ট মাসের মজুরি এখনও মেলেনি। বাগানের মালিকরা শুধু আজ দেবো, কাল দেবো করে ঘোরাচ্ছেন।
বাগানের সন্তোষ ভুজেল নামে এক শ্রমিক নেতা বলেন, ‘এভাবে কতদিন চলা যায়। বাধ্য হয়ে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়েছে।’ যদিও এবিষয়ে বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

