হুগলির আরামবাগের মলয়পুর এক নম্বর অঞ্চলে রাজনৈতিক ভাবে শক্তি প্রদর্শন করল তৃণমূল। বুধবার আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিল করে। উল্লেখ্য, এই অঞ্চলে পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফলাফল করে। একেবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপি। ভোটের ফলাফল ঘোষণার পরে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মলয়পুর। আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী আহত তৃণমূল কর্মীকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে গিয়ে আহত হন এবং তাঁর গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়। তারপর থেকেই ওই এলাকায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই রকম পরিস্থিতিতে তৃণমূল কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করে। ২১ শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে এই মিছিল হয়। জানা গিয়েছে, ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের সমর্থনে আরামবাগের মলয়পুরের সাধুর মোড় থেকে রাজাবাজার পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মহামিছিল হয় বুধবার। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শিশির সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা-সহ অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, প্রতিবছরের মতো এই বছরও ২১ শে জুলাই শহিদ দিবস হিসেবে পালন করা হয়। এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ২১ শে জুলাই শ্রদ্ধা দিবস হিসেবে পালন করা হবে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের অনেক কর্মী মারা গেছেন। তাদেরকে শ্রদ্ধা জানাতে শ্রদ্ধা দিবস হিসেবে পালিত হয়। সবমিলিয়ে এদিন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তৃণমূলের মহামিছিল আরামবাগের মলয়পুরে।