রাঁচি : ঝাড়খণ্ডে জাদুসংখ্যা ছুঁয়ে ফেলল মহাজোট। ৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। মহাজোট ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে, প্রাথমিক প্রবণতা অনুযায়ী-জেএমএম ৪০, কংগ্রেস ১১, আরজেডি ৬, সিপিআই (এমএল)(এল) ২টি আসনে এগিয়ে।
অন্যদিকে, এনডিএ এগিয়ে রয়েছে ২৬টি আসনে। বিজেপি এগিয়ে ২৪টি আসনে, এজেএসইউপি এগিয়ে একটি আসনে ও জেডিইউ একটি আসনে এগিয়ে রয়েছে।
এমতাবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, “আমরা ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র উভয়েই জিতব। এর নেপথ্যের কারণ হল মহারাষ্ট্রে ইন্ডি জোটের সাম্প্রদায়িকতার নগ্ন নৃত্য।”