ঝাড়খণ্ডে এগিয়েই চলেছে মহাজোট, বিজেপি-এনডিএ পিছিয়ে অনেকটাই 

রাঁচি : ঝাড়খণ্ডে জাদুসংখ্যা ছুঁয়ে ফেলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন মহাজোট। ৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। মহাজোট ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে, ৮১টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে ৫০টি আসনে।

প্রাথমিক প্রবণতা অনুযায়ী-জেএমএম ৩০, কংগ্রেস ১৪, আরজেডি ৪, সিপিআই (এমএল)(এল) ২টি আসনে এগিয়ে। অন্যদিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯টি আসনে।

বিজেপি এগিয়ে ২৭টি আসনে, এজেএসইউপি এগিয়ে একটি আসনে ও এলজেপিআরভি একটি আসনে এগিয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =