তৃণমূলের ধর্না নিয়ে মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

একশো দিনের বঞ্চনা এবং আবাস যোজনা ইস্যুতে রাজভবনের নর্থ গেটের সামনে ধরনায় বসেছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই চলছে সেই অবস্থান বিক্ষোভ। উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের তাবড়-তাবড় বিধায়ক নেতা মন্ত্রীরা। তবে এই বিক্ষোভ নিয়েই এবার কড়া রাজভবন। এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যসচিবকে চিঠি পাঠাতে চলছেন। এই চিঠিতে সেখানে তিনটি ধারার কথা উল্লেখ রাখা হয়েছে। মূলত প্রশ্ন তোলা হয়েছে, ১৪৪ ধারার মধ্যে কীভাবে অবস্থান চলতে পারে তা নিয়েই। এটি বেআইনি চিত্র।

এদিকে রবিবার রাজ্যপাল বোস রয়েছেন উত্তরবঙ্গে। সূত্রের খবর, তড়িঘড়ি এদিনই উত্তরবঙ্গ থেকে ফিরে আসবেন তিনি। সূত্রের খবর, সিবিআই তল্লাশির আবহেই রাজ্যের সাংবিধানিক প্রধানের সফরসূচির পরিবর্তন বলে জানতে পারা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =