জনসংযোগে ‘জলতরঙ্গে’ রাজ্যপাল, হাওড়ার গ্রামে খেলেন চা-চপ

কলকাতা : ‘জলতরঙ্গ’ কর্মসূচিতে আমজনতার সঙ্গে মিশে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপথে হাওড়ার গ্রামে পৌঁছে টোটোয় ঘুরলেন এলাকায়। কথা বললেন আমজনতার সঙ্গে। এলাকার দোকানে খেলেন চা-চপ। ।

সম্প্রতি জলতরঙ্গ কর্মসূচির কথা প্রকাশ্যে আসে। জানা যায়, জলপথে বাংলার গঙ্গার পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঘুরবেন রাজ্যপাল। কথা বলবেন বাসিন্দাদের সঙ্গে। সেই কর্মসূচিতেই এদিন বাবুঘাট থেকে জলপথে হাওড়া যান রাজ্যপাল। সেখান থেকে টোটোয় পৌঁছে যান ছোট্ট গ্রাম নাজিরগঞ্জে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। শোনেন তাঁদের সমস্যা, আশ্বাস দেন সমাধানের।

এদিন গ্রামের ছোট্ট দোকানে চা ও চপ খান রাজ্যপাল বোস। পুজো দেন এলাকার একটি মন্দিরে। নাজিরগঞ্জের পর এদিন সাঁকরাইল ও বজবজ যাওয়ার কথা রাজ্যপালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =