গলার চিকিৎসা করাতে এসএসকেএম-এ রাজ্যপাল

আর আহমেদ ডেন্টাল কলেজের পর এবার এসএসকেএম-এ রাজ্য সি ভি আনন্দ বোস। অর্থাৎ বেসরকারি হাসপাতাল নয়, তাঁর পছন্দ সরকারি হাসপাতাল-ই। বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ হাসাপাতালে পৌঁছন তিনি। ইএনটি বিভাগে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। প্রায় ৫০ মিনিট ছিলেন ভিতরে। পরে বেরিয়ে যান। হাসাপাতাল সূত্রে খবরষ গলার সমস্যার জন্যই এদিন উডবার্ন ওয়ার্ডে যান তিনি। চিকিৎসকেরা তাঁর সমস্যার কথা শুনেছেন ও প্রয়োজনীয় পরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে।তবে এ নিয়ে কোনও কথা বলতে দেখা যায়নি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে।

এদিকে সূত্রের খবর, গলা খুসখুস করছে রাজ্যপালের। শুধু তাই নয়, সেই কারণে বক্তব্য রাখার সময় নাকি তাঁর গলার স্বর বদলে যাচ্ছে। তিনি কী বলছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে শ্রোতাদের।কেন এমন হচ্ছে তা জানতেই সরকারি হাসপাতালে গিয়েছিলেন তিনি।এদিকে এসএসকেএম সূত্রে খবর, রাজ্যের মধ্যে একমাত্র ওই হাসপাতালেই ভয়েস অ্যানালাইজার আছে।

প্রসঙ্গত, এর আগে জগদীপ ধনকড়ও রাজ্যপাল থাকাকালীন এসএসকেএম-এ গলার চিকিৎসা করাতে গিয়েছিলেন।তাঁর গলায় কফ জমে থাকার পুরনো সমস্যা ছিল। সেই কারণেই ইএনটি বিভাগে গিয়েছিলেন তিনি। সেখানে ল্যারিঙ্গোস্কোপি নামে তাঁর গলার পরীক্ষা করা হয়। এসএসকেএমের পরিষেবায় অভিভূত হন প্রাক্তন রাজ্যপাল।প্রশংসাও করেছিলেন তিনি।এবার তাঁর উত্তরসূরিকেও দেখা গেল এসএসকেএমে একই বিভাগে চিকিৎসার জন্য যেতে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দাঁতের সমস্যা হওয়ায় শিয়ালদায় আর আহমেদ ডেন্টাল কলেজে চিকিৎসা করাতে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সঙ্গে এও জানা গেছে, এক বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য গিয়ে খরচের বহর দেখে চমকে যান তিনি।পরে সরকারি ডেন্টাল কলেজে যান তিনি। শুধু তাই নয়, সন্তুষ্ট হন পরিষেবাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 8 =