নিজস্বী তুলতে গিয়ে কপ্টারের পাখায় ছিন্নভিন্ন সরকারি আধিকারিক

হেলিকপ্টারের সঙ্গে নিজস্বী তুলতে গিয়ে প্রাণ গেল এক সরকারি আধিকারিকের। মৃতের নাম অমিত সৈনি। এই ঘটনা প্রসঙ্গে রুদ্রপ্রয়াগের এসপি বিশাখা অশোক জানান, উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দপ্তরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন অমিত। রবিবার দুপুরে কেদারনাথ ধামের হেলিপ্যাডে কপ্টারটি নামার পর নিজস্বী তুলতে যান অমিত। তখনও কপ্টারটির পিছনের দিকের পাখা অর্থাৎ রোটরটি চলছিল। নিজস্বী তোলার ঝোঁকে তিনি বুঝতে পারেননি যে রোটরের খুব কাছে চলে এসেছেন। চোখের নিমেষে কপ্টারের ব্লেডে তাঁর মুণ্ড দেহ থেকে আলাদা হয়ে যায়।
পাশাপাশি উত্তরাখণ্ড পুলশ সূত্রে এও জানানো হয়েছে, হেলিকপ্টারের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলার সময়েই ঘটে এই ভয়াবহ ঘটনা।
এদিকে আগামী ২৫ এপ্রিল থেকে কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে। চারধাম যাত্রা শুরু হয়েছে শনিবার থেকেই। তবে কেদারনাথ এবং যমুনোত্রীতে তুষারপাত হওয়ার কারণে রবিবারই পুণ্যার্থীদের যাত্রা আটকে দেওয়া হয়। কারণ, আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখণ্ডে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =