সরকারের কোনও ভূমিকা নেই, অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ প্রসঙ্গে বললেন বৈষ্ণব

নয়াদিল্লি, ১১ অ(হি.স.): সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সমাজবাদী পার্টির নেতারা। এমতাবস্থায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, এক্ষেত্রে সরকারের কোনও ভূমিকা নেই।

শনিবার অশ্বিনী বৈষ্ণব বলেন, এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এতে সরকারের কোনও ভূমিকা নেই। তাঁর অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিজনক পোস্ট করা হয়েছিল, যে কারণে ফেসবুক নিজস্ব নীতি অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে।” উল্লেখ্য, পরে অবশ্য অখিলেশের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =