ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ শুরু হতে চলেছে ২২ মার্চ। ইডেন গার্ডেন্সে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের আগে বোর্ডকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হল সরকারের তরফে। আইপিএলে যাতে তামাক কিংবা মাদকজাত দ্রব্যের বিজ্ঞাপন না দেওয়া হয় সেই বিষয়ে বলা হয়েছে। সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে কোনও বিজ্ঞাপনই হোক, চায় না সরকার। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ার অরুণ ধুমালকে চিঠি দিয়েছেন ডিরেক্টর জেনারেল অব হেল্থ সার্ভিস প্রোফেসর (ডাঃ) অতুল গোয়েল। সামাজিক এবং নৈতিক দিক থেকেই জনস্বাস্থ্যের জন্য এমন পদক্ষেপের জন্য লিখেছেন। চিঠিতে লেখা রয়েছে, আইপিএলের সময় যাতে তামাকজাত কোনও দ্রব্য বা অ্যালকোহলের বিজ্ঞাপন না চালানো হয়। চিঠিতে আরও বলা হয়েছে, ভারত বর্ষে ক্রিকেটাররা তরুণ প্রজন্মের কাছে আদর্শ। বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল। দর্শকও প্রচুর। এর মধ্যে তরুণ প্রজন্মই বেশি। ফলে এখানে এই বিজ্ঞাপন চালানো মানে আরও বেশি করে তরুণ প্রজন্মের মধ্যে প্রভাব ফেলবে। শুধু তাই নয়, ম্যাচ ভেনুতে যাতে মাদকজাতীয় কোনও দ্রব্যই বিক্রি না করা হয়, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। গত বছরও স্বাস্থ্যমন্ত্রকের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সাইকে এই নির্দেশ দেওয়া হয়েছিল।