পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রার্থীদের জন্য সুখবর দিল কলকাতা মেট্রো। রবিবার অর্থাৎ ২৬ মার্চ পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। আর এই পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের তরফে কলকাতা মেট্রোর কাছে এক অনুরোধ জানানো হয় রবিবার মেট্রোর পরিষেবা দীর্ঘ এবং অতিরিক্ত রাখার জন্য। এরই প্রেক্ষিতে বুধবার মেট্রোর তরফ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে মেট্রো রেলওয়ে ২৬ মার্চ, রবিবার দীর্ঘ পরিষেবা ঘন্টা সহ অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিন কলকাতা মেট্রোর তরফ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ২৬ মার্চ রবিবার সকাল ৮ টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। ওই দিন ১৩০টি মেট্রোর পরিবর্তে ১৩৮টি সার্ভিস অর্থাৎ৬৯টি আপে এবং ৬৯ টি মেট্রো ডাউনে চালানো হবে।
একইসঙ্গে এও জানানো হয়েছে যে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৯টার পরিবর্তে সকাল ৮ টায় প্রথম পরিষেবা পাওয়া যাবে। একইসঙ্গে দক্ষিণেশ্বর থেকেও কবি সুভাষ পর্যন্ত সকাল ৯ টার পরিবর্তে প্রথম মেট্রো মিলবে সকাল ৮টায়। একইসঙ্গে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো মিলবে সকাল ৮টাতেই। এদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্তও মেট্রো মিলবে সকাল ৮ টায়। শেষ পরিষেবাগুলির সময় যথারীতি অন্যান্য দিনের মতোই থাকবে।