‘ভালো ও ফলপ্রসূ বৈঠক’, মহাজোটের বৈঠক শেষে মন্তব্য করলেন সোনিয়া ও রাহুলের মধ্যমণি মমতা

এই বৈঠকের ফলাফল দেশের জন্য মঙ্গলদায়ক হবে। অখিলেশ যাদবকে পাশে নিয়ে বলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার সেই মন্তব্য সরাসরি টুইট করল কংগ্রেস। বেঙ্গালুরুতে দু’দিন ব্যাপী বিরোধী মহাজোটের বৈঠকের শেষে এমন ছবিই দেখা গেল। এ দিনের বৈঠকে সোনিয়া এবং রাহুলের মাঝে বসেছিলেন মমতা। কংগ্রেস বৈঠকের যে ছবি টুইট করেছে তাতে দেখা যাচ্ছে, বৈঠকের মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলছেন সোনিয়া এবং মমতা। শরদ পাওয়ারের সঙ্গেও দেখা হয় তৃণমূল নেত্রীর। দু’জনকে সৌহাদ্যপূর্ণ পরিবেশে কথা বলতে দেখা যায়।

বৈঠক শেষে মোদি সরকারের দিকে তীব্র আক্রমণ শানালেন আপের রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও।চব্বিশের মিশনের লক্ষ্যে বিভেদ ভুলে একমঞ্চে এসেছেন ২৬টি বিজেপি বিরোধী দলের নেতানেত্রীরা। সকলেরই লক্ষ্য, বিজেপিকে হারানো। দু’দিনের বৈঠক শেষে সেই ঐক্যের ছবি ফুটে উঠল সমাজমাধ্যমে। কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডল থেকে একের পর এক টুইট হতে লাগল সমমনস্ক দলের নেতানেত্রীদের বক্তব্য। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, সেই টুইটার ফিডে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও।

কংগ্রেসের টুইটার হ্যান্ডলে স্থান পেয়েছেন সদ্য অধ্যাদেশ নিয়ে কংগ্রেসের সবুজ সঙ্কেত পাওয়া আপের প্রধান কেজরিওয়ালও। যেখানে কেজরিওয়াল তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের মোদি সরকারের দিকে।

বেঙ্গালুরুর দু’দিনের বৈঠকের শুরুতে যে ঐক্যবদ্ধ জোটের ছবি ফুটে উঠেছিল, বৈঠক শেষেও সেই ছবিই আরও স্পষ্টভাবে দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =