কলকাতা কাস্টমস আধিকারিকদের দক্ষতায় দুবাই থেকে আসা এক বিমানের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হল প্রায় সাড়ে পাঁচ কেজি সোনার পেস্ট। এই প্রসঙ্গে কলকাতা কাস্টমসের তরফ থেকে জানানো হয়, সূত্রে খবর পেয়ে শনিবার দুবাই থেকে একে ৫৭০ ফ্লাইটে আসা বিমানের যাত্রীদের ওপর নজর ছিল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। এরপর শুরু হয় তল্লাশি। তখনই এক যাত্রীর কাছ থেকে মেলে এই সোনার পেস্ট। সোনার পেস্টের ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। যা দেহের নানা অংশের পোশাকের তলায় লুকিয়ে আনা হচ্ছিল বলেই জানানো হয় কাস্টমসের তরফ থেকে। এরপরই সোনার এই পেস্ট গলিয়ে মেলে প্রায় ৪.৯২৮ কেজি ওজনের খাঁটি সোনা। যার বাজার মূল্য ২ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা বলে জানানো হয় কাস্টমসের তরফ থেকে।