শুল্ক দপ্তরের চোখে ফাঁকি দিতে মোজায় সোনার পেস্ট, কলকাতা বিমানবন্দরে উদ্ধার ২১ লক্ষের সোনা

কলকাতা: ফের কলকাতা বিমানবন্দরে ২১ লক্ষ টাকার সোনা পেস্ট উদ্ধার।অভিযোগ, মোজায় লুকিয়ে ওই সোনা পাচারের চেষ্টা হচ্ছিল। শুল্কদপ্তরের চোখে ফাঁকি দিতে, সোনার পেস্ট নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু ধরে ফেলেন শুল্কদপ্তরের আধিকারিকরা।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার না করা হলেও ২১ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছেন আধিকারিকরা।কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বুধবার দুপুর দু’টো নাগাদ বিমানে দোহা থেকে কলকাতায় আসেন শেখ কাউসার নামে এক ব্যক্তি। বিমানবন্দরে অবতরণের পর তাঁর হাবভাব, চালচলন দেখে সন্দেহ হয় শুল্কদপ্তরের কর্মীদের। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই মেলে সোনা। দেখা যায় পায়ের মোজায় লুকিয়ে ৩৯৯.৪৬ গ্রামের সোনার পেস্ট। ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার টাকা।দুপুর থেকে সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, কোথা থেকে কী উদ্দেশে সোনা আনা হচ্ছিল? কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আর কারা এর সঙ্গে যুক্ত? কিন্তু কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি কাউসার। সোনা উদ্ধারের পর রাত ন’টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে একই কায়দায় সোনা পাচারের চেষ্টা হয়েছিল বলে খবর।

গত ১২ তারিখ এক বিমানযাত্রীর কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৭ লক্ষ টাকা। সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয় বলে খবর।

সোনার গয়না, বার এতদিন পাচার হত। কখনও শরীরের ভেতরে লুকিয়েও সোনা পাচার করা হয়েছে। এখন শুল্ক দপ্তরের চোখে ফাঁকি দিতে পেস্টের আকারে সোনা নিয়ে যাওয়া শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 16 =