হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় ৩ কেজি সোনার গয়না, আটক ১

হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় ৩ কেজি সোনার গয়না। হাওড়া আরপিএফ সূত্রে খবর, শনিবারের এই ঘটনায় আটক করা হয় অভিজিৎ কুমার নামে এক যুবককে। এই অভিজিৎ আদতে বিহারের মজফ্ফরপুরের সারিয়াগঞ্জের বাসিন্দা বলেই আরপিএফ সূত্রে খবর।পাশাপাশাশি আরপিএফ এও জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া ২ কেজি ৯৮৫ গ্রাম সোনার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার ৮২৫ টাকা।
এরই পাশাপাশি আরপিএফ সূত্রে এও জানানো হয়, হাওড়া স্টেশনে নজরদারি চালাচ্ছিলেন ক্রাইম প্রিভেনশন অ্যআন্ড ডিটেকশন স্কোয়াড এবং ক্রাইম ইনভেস্টিগেশন ব্রা়্ছের আধিকারিকেরা। তখনই তাঁদের নজের আসে একটি ব্যাগ নিয়ে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছেন এক যুবক। এরপরই তাঁকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদের পালা।ব্যাগ খুলে চালানো হয় তল্লাশিও। তখনই নজরে আসে ব্যাগের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না।এরপর এই সোনা নিয়ে কোথায় যাচ্ছিলেন তা জিজ্ঞাসা করা হলে অভিজিৎ কুমার জানান, তাঁর বাবা রাকেশ কুমার ভার্মা বিহারে সোনার ব্যবসায়ী। পাশাপাশি এও জানান, মজফ্ফরপুরে শ্রী অলঙ্কার মন্দির বলে একটি দোকানও রয়েছে তাঁদের। বাবার দোকানের জন্যই ওই সোনার গয়না নিয়ে যাচ্ছিলেন। যদিও এই দাবির সপক্ষে সঠিক কোনও কাগজ দেখাতে পারেনি তিনি। এরপরই তাঁকে আটক করা হয়। এরপর তুলে দেওয়া হয় কলকাতা কাস্টমসের আধিকারিকদের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =