কাঁচরাপাড়ায় কিশোরীর রহস্যমৃত্যু, নর্দমা থেকে উদ্ধার দেহ

ব্যারাকপুর:সাতসকালে নর্দমা থেকে উদ্ধার হল এক কিশোরীর দেহ। মঙ্গলবার সাতসকালে কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেলার রোড কুলিয়া পট্টি নবজীবন ক্লাব সংলগ্ন ড্রেনের মধ্যে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখেন এক গ্যারেজ মালিক। তিনি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানায়। খবর পেয়ে বীজপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

ভোর রাত থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার ও পড়শিরা। প্রত্যক্ষদর্শী ডব্লু  দুসার জানান, ‘এদিন সকালে গ্যারেজ খুলে সামনে ঝাড়ু দিচ্ছিলাম। তখন দেখি ড্রেনের মধ্যে একটি মেয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে। তড়িঘড়ি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানাই। যখন ঝাড়ু দিচ্ছিলাম, তখন মেয়েটির মা এসে জানিয়েছিল যে, ভোর থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ স্থানীয় কাউন্সিলর কল্যাণ কর বলেন, ‘খুব দুঃখজনক ঘটনা। ভোর রাত থেকে মেয়েটি বেপাত্তা ছিল। এদিন সকালে গ্যারেজ মালিক মেয়েটিকে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখেন। তবে মেয়েটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।’ কল্যাণ বাবুর দাবি, পূর্ণাঙ্গ তদন্ত করে ঘটনায় জরিতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =