কোহলি রান পেলেও বাকিদের ফর্ম আতস কাঁচের নিচে। স্বয়ং শুভমান গিলের নেতৃত্ব উঠেছে প্রশ্নের মুখে। ওয়ানডেতে অধিনায়ক শুভমান গিল এখনও সিরিজ জিততে পারেননি। যা নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই। জানা গিয়েছে, এর জন্য ‘শাস্তি’ পাবেন গিল। ইতিমধ্যেই তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে।
একই নির্দেশ দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও। এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিশেষ কোনও হেরফের না হলে গিল এবং জাড্ডুর রনজি খেলা একপ্রকার নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে রঞ্জিতে মুখোমুখি হবে পাঞ্জাব বনাম সৌরাষ্ট্র। অর্থাৎ দুই তারকা একে অপরের মুখোমুখি হবেন।
প্রসঙ্গত, এই মরশুমে এখনও পর্যন্ত কোনও রঞ্জি ম্যাচে অংশ নেননি গিল। আগের মরশুমে শেষ বার পাঞ্জাবের জার্সি গায়ে কর্নাটকের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। অন্যদিকে, চলতি মরশুমে সৌরাষ্ট্রের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন জাদেজা। কিউয়িদের বিরুদ্ধে টি–২০ সিরিজ বা বিশ্বকাপের দলেও তাঁরা নেই। অর্থাৎ আইপিএলের আগে ম্যাচ নেই তাঁদের। সেই কারণে রঞ্জির গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়।

