বাদ রেড হট ফর্মে থাকা গিল ? প্রথম একাদশে জায়গা নেই যশস্বীরও !

এশিয়া কাপের দল ঘোষণা ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকলেও ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলকে বাদ দেওয়া হতে পারে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড থেকে। টিম ম্যানেজমেন্টের মতে, গিল টি-২০ ফরম্যাটের জন্য যথাযথ নন। তাঁকে দলে রাখলে ব্যাটিং অর্ডারে জটিলতা তৈরি হবে। বিশেষ করে ওপেনিং পজিশনে গিলকে খেলাতে গেলে সঞ্জু স্যামসনকে বসাতে হবে, যা টিম ম্যানেজমেন্ট চাইছে না। তাই গিলকে অযথা বেঞ্চে বসিয়ে রাখার চেয়ে সরাসরি বাদ দেওয়ার দিকেই ঝুঁকছে নির্বাচকরা।

অন্যদিকে, দলে প্রায় নিশ্চিত হয়ে গেছেন সূর্যকুমার যাদব। চোট থেকে সেরে উঠে তিনি আবার নেটে ব্যাটিং শুরু করেছেন। তাই তাঁকে নিয়েই ব্যাটিং লাইন-আপ সাজাতে চাইছে ভারতীয় দল। সূর্যর পাশাপাশি হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গা পাকা বলেই ধরে নেওয়া হচ্ছে। এর ফলে গিলের সুযোগ আরও ক্ষীণ হয়ে পড়েছে।

এছাড়া শোনা যাচ্ছে, যশস্বী জয়সওয়ালও প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন। কারণ অভিষেক ও সঞ্জুই ওপেনিংয়ে নামবেন বলে স্থির হয়েছে। সেক্ষেত্রে তৃতীয় ওপেনার হিসেবে যশস্বীকে বেঞ্চেই বসে থাকতে হতে পারে। অন্যদিকে, উইকেটকিপারের ক্ষেত্রে নির্বাচকরা দ্বিতীয় কিপার হিসেবে জিতেশ শর্মার নাম বিবেচনা করছেন। তবে সঞ্জু যদি প্রথম একাদশে থাকেন, তাহলে জিতেশের খেলার সুযোগ পাওয়া মুশকিল।

বোলিং বিভাগেও কিছু চমক দেখা যেতে পারে। জশপ্রীত বুমরাহ নাকি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপ খেলতে তিনি প্রস্তুত। তবে তাঁর ফিটনেসকে কতটা গুরুত্ব দিয়ে নির্বাচকরা তাঁকে দলে রাখেন, সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার নামও আলোচনায় রয়েছে। এঁদের মধ্যে একাধিক পেসার এশিয়া কাপের দলে জায়গা পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে।

স্পিন বিভাগের দিকে তাকালে প্রায় নিশ্চিত জায়গা তৈরি করেছেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও কুলদীপ যাদব। এঁদের নিয়েই টিম ম্যানেজমেন্ট স্পিন আক্রমণ সাজাতে চাইছে। ফলে স্কোয়াডের গঠন অনেকটাই স্পষ্ট হলেও, গিলের অনিশ্চয়তা সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সারকথা, ভারতের আসন্ন এশিয়া কাপের দল গঠন হতে চলেছে বেশ ভারসাম্যপূর্ণ। তবু শুভমান গিলের মতো ফর্মে থাকা একজন ব্যাটারের বাদ পড়া ক্রিকেট মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে। আগামী ১৯ আগস্ট চূড়ান্ত দল ঘোষণা হবে। সেদিনই পরিষ্কার হবে, গিল সত্যিই বাইরে থাকছেন নাকি শেষ মুহূর্তে সুযোগ পাচ্ছেন। এই সিদ্ধান্তই হয়তো ভারতের ব্যাটিং লাইন-আপের ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =