আইসিইউ-তে গিল, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত

ভারত অধিনায়ক শুভমান গিল আইসিইউ-তে থাকা মানে ভারতের সাজঘরে চিন্তা বাড়ল। পরিস্থিতি যে দিকে মোড় নিয়েছে, তাতে রবিবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ করতে বেশি সময় লাগবে না ভারতীয় বোলারদের। তার পরে রান তাড়া করতে নামতে হবে ভারতকে। পিচের চরিত্র যা তাতে কিন্তু ভারতীয় ব্যাটাররাও সমস্যায় পড়বেন।

গিল ব্যাট করতে না পারলে ভারতের চিন্তা বাড়তেই পারে। কারণ ইডেনের পিচ কিন্তু স্বাভাবিক ব্যবহার করছে না। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দ্বিতীয় দিনের খেলার শেষে গিলকে মাঠ থেকেই অ্যাম্বুল্যান্স করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে। রাতের খবর তাঁকে রাখা হয়েছে আইসিইউ-তে।

গিলের চোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় দলের ড্রেসিং রুমে চাপা অসন্তোষও রয়েছে বলেই সূত্রের খবর। দ্বিতীয় দিনের সকালে ওয়ার্ম আপের সময়ই ভারত অধিনায়ক ঘাড়ে ব্যথা অনুভব করেন। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আয়োজক সিএবি-কে বিশেষজ্ঞ চিকিৎসক আনার কথা জানানো হয় ভারতীয় দলের তরফ থেকে। সূত্রের খবর, সেই সময়ে বিশেষজ্ঞ কোনও চিকিৎসক মাঠে ছিলেন না। ছিলেন একজন আরএমও। বিশেষজ্ঞ চিকিৎসক যখন আসেন, ততক্ষণে খেলা শুরু হয়ে গিয়েছে। ফলে গিলের পক্ষে আর চোট দেখানো সম্ভব হয়নি। ব্যথা নিয়েই তিনি নেমে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =