ইডেনের শেষ অনুশীলনেও অনুপস্থিত গিল, গুয়াহাটিতে দ্বিতীয় টেষ্টে পরিবর্ত সাই সুদর্শন

শুভমন গিলের দ্বিতীয় টেস্টে অনিশ্চয়তা এখন প্রায় নিশ্চিত রূপ নিচ্ছে। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। ইডেন টেস্ট চলাকালীন ঘাড়ে তীব্র ব্যথার কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আপাতত তিন থেকে চার দিন সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই কারণেই মঙ্গলবার সকালে কলকাতার ইডেনে দলের অনুশীলনে দেখা যায়নি ভারত অধিনায়ককে। অনুশীলনে উপস্থিত ছিলেন ধ্রুব জুরেল, আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শনসহ দলের কয়েক জন তরুণ ক্রিকেটার ও কোচিং স্টাফ, কিন্তু শুভমন অনুপস্থিত ছিলেন। ফলে বুধবার দলের সঙ্গে গুয়াহাটি সফরে যাচ্ছেন না তিনি। চিকিৎসার প্রয়োজন পড়লে তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই। তিনি না খেললে অধিনায়কত্বের দায়িত্ব আবারও সামলাবেন ঋষভ পন্থ, যিনি ইডেনেও তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন। দলে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে—মিডল অর্ডারে সাই সুদর্শনের জায়গা পাওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এই ম্যাচ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিরিজ বাঁচানোর লড়াই হচ্ছে গুয়াহাটিতে। শুভমনের অনুপস্থিতি তাই গৌতম গম্ভীরসহ পুরো দলের উপর বাড়তি চাপ তৈরি করছে। বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার ঘুম থেকে ওঠার পরেই ঘাড়ে ব্যথা অনুভব করেন শুভমন। ব্যথানাশক ওষুধ খেয়েও সুফল পাননি। ব্যাট করতে নেমে সাইমন হারমারকে স্লগ সুইপ মারার চেষ্টা করার সময় আবার ব্যথা বেড়ে গিয়ে ঘাড় ঘোরানোই অসম্ভব হয়ে পড়ে। মাত্র তিন বল খেলেই তাঁকে মাঠ ছাড়তে হয়।রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিক ও মানসিক ভাবে খুবই ক্লান্ত শুভমন। হাসপাতালের শয্যাতেই ভারতের পরাজয় দেখেছিলেন তিনি। দলের হারের জন্য তিনি গভীর ভাবে ব্যথিত, মনে করছেন তাঁর উপস্থিতি ম্যাচের ফল পরিবর্তন করতে পারত। ভারতের দুই ইনিংসেই একজন কম নিয়ে ব্যাট করতে হওয়ায় হারের যন্ত্রণা তাঁর কাছে আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =