মমতাকে কাছে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণামের হিড়িক!

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: মমতাকে কাছে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে রীতিমতো হিড়িক পড়ল পানাগড়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে পানাগড় বাজারে মমতার পদযাত্রা করার কথা থাকলেও, এদিন দুপুরে বীরভূমের লাভপুরে অসিত মালের সমর্থনে সভা শেষ করে বর্ধমানে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ™র নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেলেও রবিবার বিকেলে বর্ধমানে পদযাত্রা শেষ করে বিকাল সাড়ে ৫টা নাগাদ হেলিকপ্টারে করে পানাগড়ে আসেন মুখ্যমন্ত্রী। পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় হেলিকপ্টার থেকে গাড়িতে করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তার ধারে দু’পাশে মানুষের উৎসাহ দেখে পদযাত্রা বাতিল হওয়া সত্ত্বেও এদিন মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে প্রায় ১ কিলোমিটার পথ হাঁটেন। এদিন পানাগড় বাজারের রণডিহা মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে কয়েকজন যুবককে জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা যায়। এরপরে মাঝে মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে যেতে। প্রায় এক কিলোমিটার পথ হাঁটার পরেই মুখ্যমন্ত্রী গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। কড়া পুলিশি বাধা টপকে এদিন সাধারণ মানুষকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =