হুগলি (Hooghly) জেলার চারদিকে সবুজ ঝড়। কিন্তু তার মধ্যেই আরামবাগ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে গেরুয়া ঝড়। সবুজের মাঝে একটি মাত্র ওয়ার্ডে গেরুয়া ঝড় উঠল। ভোট গণনা কেন্দ্রে বর্ষীয়ান তৃণমূল নেতা তথা আরামবাগ (Arambag) পুরসভার প্রাক্তন প্রশাসক ও ছয় নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী স্বপন নন্দীর সঙ্গে দেখা হতেই সৌজন্যে অনন্য নজির সৃষ্টি হল।পায়ে হাত দিয়ে নমস্কার করলেন আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ ( তাতাই)। আর অপরদিক থেকে একজন দায়িত্বশীল জননেতা হিসেবে তৃণমূল নেতা স্বপন নন্দীও তাকে বুকে জড়িয়ে ধরে এক সঙ্গে আরামবাগের উন্নয়নে সামিল হওয়ার বার্তা দেন।পাশাপাশি বিজেপির তরুণ তুর্কি জয়ী বিজেপি প্রার্থীকে মালা পরিয়ে দেন তৃণমূল নেতা স্বপন নন্দী।এই বিষয়ে আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী জানান, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে।আমরা সকলে মিলে কাজ করব।উন্নয়নে সকলে সামিল হবেন। অপর দিকে এই জয় সম্পর্কে আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের জয়ী বিজেপি প্রার্থী বিশ্বজিৎ ঘোষ বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের যত ভোটার আছে তাদের জয়।আমাদের জয় নয়।তারা আমাকে নেতা হিসেবে দেখেনি।এলাকার মানুষের সুবিধার জন্য কাজ করব।