জালিয়াতের খপ্পরে তৃণমূল মেডিক্যাল সেলের সাধারণ সম্পাদক

জালিয়াতির শিকার খোদ তৃণমূলের মেডিক্যাল সেলের সাধারণ সম্পাদক ডা: শুভঙ্কর ঘোষ। রবিবার ছিল তাঁর ছেলের অন্নপ্রাশন অর্থাত্‍ মুখেভাত। অভিযোগ, সেই অনুষ্ঠানের খাবারের দায়িত্ব যে ক্যাটারারকে দেওয়া হয়েছিল তাঁরা টাকা নিয়ে উধাও হয়ে যায়। সূত্রে খবর,রবিবার ছিল শাসক দলের এই তরুণ নেতার ছেলের অন্নপ্রাশন। সেইমতো হুগলির তারকেশ্বরের আয়োজন ক্যাটারারে সঙ্গে কথা বলেছিলেন তিনি। দিয়েছিলেন অগ্রিম টাকাও। অভিযোগ, রবিবার অন্নপ্রাশনের দিন ওই ক্যাটারারের দেখাও পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে, শুভঙ্করবাবু জানান, অন্তত পঞ্চাশ বার ফোন করা হলেও একবারের জন্যও ফোনও ধরেননি ওই ক্যাটারার সংস্থার কর্ণধার তমাল দে। ক্ষুব্ধ শুভঙ্কর জানান, ওই ক্যাটারারের কাঁসার থালা, জলের বোতল, সার্ভিস বয়, ব্যুফে সেট, কফি মেশিন সরবরাহ করার কথা ছিল। একইসঙ্গে তমাল দে এও জানিয়েছিলেন, এই সমস্ত কিছুর জন্য ৩৫ হাজার ২৫০ টাকা লাগবে। তর জন্য ২২ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয়েছিল। কথা ছিল অনুষ্ঠান শুরু হওয়ার আগে তাঁরা চলে আসবেন। কিন্তু কেউ আসেনি। শেষে অন্য এক ক্যাটারার চিকিত্‍সকের মান বাঁচান। এরপরই ওই ক্যাটারার সংস্থার কর্ণধারের ছবি প্রকাশ করে মেডিক্যাল সেলের তরুণ তৃণমূল নেতা জানান, ‘এইরকম চিটিংবাজির কি প্রয়োজন ছিল জানি না। সামাজিক মাধ্যমে ছবি দিয়ে আমি আরও পাঁচজনকে সাবধান করে দিতে চাই। যাতে আর কেউ এর কবলে না পড়েন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =