কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা হতেই, আদালতের নির্দেশে পদ খুইয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। এবার তাঁর জায়াগায় নতুন সভাপতি হচ্ছেন গৌতম পাল। তিনি বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন অ্যাড হক কমিটি তৈরি হয়েছে। ১১ সদস্যের অ্যাড হক কমিটিতে রয়েছেন শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, ভাষা শিক্ষিকা স্বাতী গুহ, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকি দাশগুপ্ত, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং অধ্যাপক রঞ্জন চক্রবর্তীর মতো বিশিষ্ট জনেদের।
তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য টানা প্রায় ১১ বছর পর্ষদের সভাপতি ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে অপসারিত হয়েছিলেন মানিক ভট্টাচার্য। গত ২০ জুন মাসে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করেন। তারপর থেকেই তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল। এতদিন আদালতের নির্দেশে অন্তর্র্বতী সভাপতি হিসাবে কাজ সামলাচ্ছিলেন রত্না চক্রবর্তী বাগচি। এবার দায়িত্ব পেতে চলেছেন গৌতম পাল। এদিকে মানিক ভট্টাচার্যের অপসারণের পর অস্বস্তি বেড়েছিল রাজ্য সরকারের। তবে কী এবার গৌতমবাবুকে এনে ভাবমূর্তি রক্ষা করার করার চেষ্টা করছে সরকার? উঠছে প্রশ্ন।