ম্যাঞ্চেস্টারে ড্রয়ের পর গৌতম গম্ভীর বলছেন, ‘ইতিহাস গড়বে’

লিডসে হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। কিন্তু লর্ডসে অল্পের জন্য হতাশা। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২২ রানে হার ভারতের। তবে দুর্দান্ত লড়াই করেছিলেন রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। ম্যাঞ্চেস্টারে খাদের কিনারায় ছিল ভারত। ইনিংসে হারের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে দেড়দিনের বেশি সময় প্রতিরোধ। ঐতিহাসিক ড্র ভারতের। শুভমন গিল, রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরি করেছেন। ম্যাচ শেষে যা বললেন হেড কোচ গৌতম গম্ভীর।

ম্যাঞ্চেস্টারে ড্রয়ের পর টিম ইন্ডিয়ার হোড কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনে বলেন, ‘সিরিজে টিকে থাকার একটা সুযোগ করে দিল এই ম্যাচ। প্রচণ্ড চাপের মুখ থেকে টিম যখন এমন পারফর্ম করে, দুর্দান্ত একটা অনুভূতি হয়। ড্রেসিংরুমে এই ড্র অনেক আত্মবিশ্বাস দেবে। এই ড্র-টাও অনেক মূল্যবান।’

বর্তমান টিমকে নিয়ে কোনও প্রশংসাই যথেষ্ঠ নয়, পরিষ্কার করে দেন গৌতম গম্ভীর। সাংবাদিকদের বলেন, ‘আমি কোনওদিন এমন ইনিংস খেলেছিলাম কি না মনে পড়ছে না। সেগুলো এখন অতীত। আমার মনে হয়, বর্তমান টিমের সকলেই নিজেদের মতো করে ইতিহাস গড়বে। এই টিমের কেউই কারও মতো হতে চায় না। বা কাউকে অনুসরণ করতে চায় না। ওরা নিজেরাই নিজেদের মতো করে ইতিহাস গড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − one =