ফাইনালের আগে অনুশীলনে গরহাজির ধোনি

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রণকৌশল তৈরি দুই শিবিরেই চলছে জোরকদমে। কিন্তু শেষমুহূর্তে হঠাৎই যেন ছন্দপতন চেন্নাই সুপার কিংস শিবিরে। ফাইনালের আগের দিনের অনুশীলনে এলেন না খোদ মহেন্দ্র সিং ধোনি। যার কাঁধে ভর করে পঞ্চমবারের জন্য ক্রোড়পতি লিগ জয়ের স্বপ্ন দেখছে সিএসকে, তিনিই কিনা ফাইনালের আগের দিন অনুশীলনে গরহাজির! এ খবর শুনে চেন্নাই সুপার কিংস ভক্তদের মাথায় হাত উঠতেই পারে। তবে শুধু ধোনি নন, এদিন অনুশীলনে গরহাজির ছিলেন দুই দলের একাধিক তারকা। যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নাম শুভমান গিল এবং হার্দিক পাণ্ডিয়া। তবে, গিল এবং পাণ্ডিয়া আগের রাতেই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছেন। গিল তাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন, হার্দিকও বোলিং করেছেন। তাঁদের বিশ্রাম নেওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু ধোনির হঠাত অনুপস্থিতি খানিকটা চিন্তারই বিষয় চেন্নাই সমর্থকদের জন্য। যদিও সিএসকে শিবিরে জানাল, চিন্তার বিশেষ কোনও কারণ নেই। ধোনির অনুশীলনে গরহাজির থাকার আলাদা কোনও কারণ নেই। আসলে ফাইনালের আগের দিন এমনিতেই ঐচ্ছিক অনুশীলন রেখেছিল চেন্নাই ম্যানেজমেন্ট! তাছাড়া হাঁটুর চোটটা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে মাহিকে। অনুশীলনে তিনি হালকা চালেই থাকেন। খুব প্রয়োজন না পড়লে ব্যাট করতেও নামছেন না। ফাইনালের আগে তাই সম্ভবত অনুশীলনের ঝুঁকি নিতে চাইছেন না ক্যাপ্টেন কুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =