পাচারের মাঝপথে উদ্ধার গাঁজা, গ্রেপ্তার বিএসএফের হাতে চার পাচারকারী

পাচারের মাঝপথে উদ্ধার গাঁজা (Ganja), গ্রেপ্তার বিএসএফের হাতে চার পাচারকারী।বিএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার সুটিয়া থেকে চার সন্দেহ ভাজনকে আটক করে তল্লাশি চালিয়ে চার সন্দেহভাজনের কাছ থেকে ব্যাগ ভর্তি ২৬ কিলো গাঁজা উদ্ধার করে বিএসএফ।পরবর্তীতে বিএসএফ এর ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে অভিযুক্তদের বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা হল প্রসেনজিৎ মণ্ডল, সুকান্ত মণ্ডল, সুজয় মণ্ডল ও হাবিবুর রহমান মণণ্ডল।ধৃত চারজনই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশের পক্ষ থেকে ধৃতদের আদালতে তোলা হয় পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে গোটা বিষয়টি জানবার জন্য ইতিমধ্যেই তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ।সাম্প্রতি পাচার চক্র মাথাচাড়া দিয়েছে বলে এমনটাও বিএসএফ সূত্রে খবর তবে তৎপর বিএসএফ জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =