মুম্বই : গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির (৬৬)। শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় বুলেটবিদ্ধ বাবা সিদ্দিকিকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। সিদ্দিকি খুনে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেলও মহারাষ্ট্রে এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ছোট বা বড় কোনও গ্যাংই এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই ঘটনা ঘটিয়েছে। সূত্রের খবর, মুম্বই পুলিশ লরেন্সকে জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে।
জানা গিয়েছে, শনিবার রাতে অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন বাবা সিদ্দিকি, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনটি গুলি সরাসরি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকি। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।