বারানগরের মজদুর লাইনে গণেশ উৎসবের ধুমধাম

ব্যারাকপুর: বারানগর জুট মিলের মজদুর লাইন চিনিকাঠি লেনে গণেশ উৎসবের দারুণ উদ্দীপনা দেখা যাচ্ছে। শ্রী আন্দ্রা বালা ভক্তি বাণী সংঘম-এর পক্ষ থেকে আয়োজিত গণেশ উৎসবকে ঘিরে শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। উৎসব উপলক্ষে এক সপ্তাহব্যাপী মেলার আয়োজন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গণেশ উৎসবের উদ্বোধন করা হয়। স্থানীয় কাউন্সিলর আরিফ হুসেনের উপস্থিতিতে বারানগর জুট মিলের সিনিয়র প্রেসিডেন্ট শৈলেশ কুমার সিং পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বারানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি মানুষকে গণেশ উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, বারানগর এলাকার এটি সবচেয়ে পুরনো গণেশ উৎসব। এই পূজা ১১৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।

বিধায়িকা বলেন, মজদুর লাইনে অনুষ্ঠিত এই গণেশ উৎসবকে ঘিরে শ্রমিকদের মধ্যে যে আনন্দ দেখা যাচ্ছে, তা দেখে তিনি খুবই ভালো অনুভব করছেন।

আয়োজক মোহন রাও জানান, এই গণেশ উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শ্রমিক ও তাঁদের পরিবারের জন্য একটি মিলন উৎসবও বটে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বারানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু, স্থানীয় আনন্দ ভান্ডার আশ্রমের প্রধান ম্যানেজার রাম, বিশিষ্ট সাংবাদিক লখন ভারতীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eleven =