কেকেআর এর আসল চাবিকাঠি গম্ভীরের হাতেই

ক্রিকেটের নন্দনকানন তৈরি কেকেআরের আরও একটা ম্যাচের জন্য। আগামিকাল প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ঘরের মাঠে ম্যাচ। নাইটদের গত ম্যাচ ছিল বিকেলে। সেখানে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে আন্দ্রে রাসেলের সঙ্গে ক্যামিও ইনিংস খেলেছিলেন রমনদীপ সিং। সেই তিনি পঞ্জাবের ছেলে। শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর নামার আগে তিনি এলেন সাংবাদিক সম্মেলনে। জানালেন দলের পরিস্থিতি। একইসঙ্গে বলে গেলেন, পঞ্জাব ম্যাচের পরিকল্পনা সেরে রেখেছে কেকেআর।

কেকেআর টিমে এখন স্বচ্ছতা অনেক বেশি। গৌতম গম্ভীর নাইট টিমে ফেরার পর থেকে সকলকে তাঁদের ভূমিকা ভালো করে বুঝিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে পঞ্জাব ম্যাচের আগের দিন রমনদীপ সিং বলেন, ‘আমাদের প্রত্যেকের কাজ কী এবং ভূমিকা ঠিক কী, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। দল আমাকে যেভাবেই ব্যবহার করুক, নিজের সেরাটা সবসময় দিতে চাই। গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার মূলত ঠিক করেন স্ট্র্যাটেজি কী হতে পারে। গৌতম গম্ভীর দলের সকলকে একসূত্রে বেঁধে রেখেছেন। তাঁর জন্যই টিম আজ এই জায়গায়। আমাদের সবাইকে মানসিক ভাবে উজ্জীবিত করেন তিনি।’

আরসিবির বিরুদ্ধে ইডেনে কেকেআরের শেষ ম্যাচে রমনদীপ ৯ বলে ২৪ রানের অপরাজিত এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। রমনদীপ জানিয়েছেন, তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছে গৌতম গম্ভীর ও অভিষেক নায়ার। তাঁর কথায়, ‘ওদের জন্যই আমি আজ এই জায়গায়।’

কেকেআরের ম্যাচের আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে নিয়ে প্রশ্ন হবে না, তাও আবার হয় নাকি। স্টার্কের পারফরম্যান্স সম্পর্কে প্রশ্ন উঠতেই রমনদীপ বলেন, ‘স্টার্ক একজন বিশ্বমানের বোলার। এক আধদিন যে কারও খারাপ যেতেই পারে। এখনই কিছু মন্তব্য করা ঠিক নয়।’

ইডেনে বীর-জারার দ্বৈরথের আগে রমনদীপ সিং বলেন, ‘আগামিকাল পঞ্জাব ম্যাচ। একটা করে ম্যাচ ধরে আমরা ভাবতে চাই। তবে পঞ্জাব ম্যাচের আগে বলব আমার কাছে আবেগের জায়গা বলতে এটাই যে ওদের হারাতে হবে।’ নাইট টিমের হয়ে যতই খেলুন না কেন, তিনি যে পঞ্জাবের ছেলে। ফলে নিজের ‘হোম’ টিমকে হারাতে চান ঠিকই, কিন্তু সেখানেও একটা আবেগ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =