কলকাতা ট্রাফিক সার্জেন্টদের জন্য কেনা হচ্ছে ফুল মাস্ক হেলমেট

কলকাতা পুলিশের সার্জেন্টদের জন্য সুখবর। প্রত্যেক ট্রাফিক সার্জেন্টের জন্য এবার অত্যাধুনিক ফুল মাস্ক হেলমেট কিনতে চলেছে লালবাজার। এমনটাই কলকাতা পুলিশ সূত্রে খবর।
লালবাজার সূত্রে পাশাপাশি এও জানা গেছে যে, প্রথম দফায় প্রায় ৫০০ হেলমেট কিনতে চলেছে লালবাজার। এই হেলমেট ব্যবহার করার পরে যেই ফিডব্যাক এবং রিপোর্ট পাওয়া যাবে তার ভিত্তিতে দ্বিতীয় দফায় আরও বড় সংখ্যায় হেলমেট কিনবে কলকাতা পুলিশ।
এর পিছনে অবশ্য রয়েছে কলকাতা পুলিশের সার্জেন্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ। লালবাজার সূত্রে খবর, শহরে বিভিন্ন বড় রাস্তা-সহ বিভিন্ন ক্রসিং-এ প্রায়ই নজরে এসেছে নিয়ম রাক্ষার দায়িত্বে যাঁরা তাঁরা নিজেরাই নিয়ম মানছেন না। বিভিন্ন পুলিশ কর্মীরা বিনা হেলমেট পরে মোটরসাইকেল চালাচ্ছেন। এই প্রসঙ্গে একাধিক অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীদের বিরুদ্ধে দায়ের হয়। এদিকে উল্টো নিয়ম শহরাসীর জন্য। এই হেলমেট না পরে মোটর সাইকলে চালানোর কারণে তাদেরকে ট্রাফিক নিয়ম অনুযায়ী জরিমানা করা হচ্ছে।
তবে এটাও ঠিক যে, শহরের বিভিন্ন বড় চৌমাথায় ট্রাফিক সার্জেন্ট এবং অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা ট্রাফিক সামাল দিচ্ছেন, ঠিক এই সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের। অতীতে একাধিক ঘটনা এমন ঘটতেও দেখা গেছে। কখনও তা সংবাদে এসেছে, কখনও তা আসেনি। সেই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে লালবাজারের তরফ থেকে অত্যাধুনিক বিশেষ ফুল মাস্ক হেলমেট কেনা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। লালবাজার সূত্রে খবর এই ফুল মাস্ক বিশেষ হেলমেট আগের হেলমেট থেকে অনেকটাই আরামদায়ক এবং সুরক্ষিত। প্রথম দফায় ৫০০ হেলমেট কেনার পর কলকাতা পুলিশের সার্জেন্টদের তরফ থেকে ভাল আসে তবেই দ্বিতীয় দফায় আরও বিপুলসংখ্যক হেলমেট কেনা হবে বলেই লালবাজার সুত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =