কলকাতা: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা কমেছে। যদিও আন্তর্জাতিক বাজারের ঠিক উলটপুরাণ ধরা পড়ছে ভারতীয় বাজারে। বিশ্ব বাজারে রুশ-ইউক্রেন যুদ্ধের সময় যে অশোধিত তেলের দাম পৌঁছে গিয়েছিল ১২৭ ডলার প্রতি ব্যারেলে। পরে সেই দাম নেমে এসে ঠেকে ৮৬ ডলার প্রতি ব্যারেলে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে চলতি বছরে অশোধিত তেলের দর তিন ভাগের দু’ভাগ কমেছে। তবে এর কোনও প্রভাব পড়নি ভারতীয় বাজারে। তারই জেরে কলকাতা তথা দেশের একাধিক শহরে সোমবারেও জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৬টাকা ০৩ পয়সা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯২ টাকা ৭৬ পয়সা। তবে দেশের প্রধান চার মেট্রো শহরের মধ্যে মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম ১০৬টকা ৩১ পয়সা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম ৯৪ টাকা ২৭ পয়সা। দেশের দক্ষিণের শহরে পেট্রলের দাম প্রতি লিটারে রয়েছে ১০১ টাকা ৯৪ পয়সা। অন্যদিকে, এই শহরে লিটার প্রতি ডিজেলের দাম ৮৭ টাকা ৮৯ পয়সা। দেশের রাজধানী শহরে জ্বালানির দাম তুলনামূলক ভাবে সস্তা। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা। পাশপাশি প্রতি লিটার ডিজেলের দাম ৮৯ টাকা ৬২ পয়সা।