ভিক্টোরিয়া চত্বর থেকে ময়দান, বৃষ্টিতে জলমগ্ন মহানগরীর নানা প্রান্ত 

কলকাতা : ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে শুক্রবার সকাল থেকে কলকাতায় লাগাতার বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি না হলেও একনাগাড়ে বর্ষণে মহানগরীর একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে সকাল থেকে রাস্তায় যান চলাচল বেশ কম ছিল। খুব বেশি মানুষও রাস্তায় বেরোননি। ধর্মতলা ছিল শুনশান, নিউমার্কেটেও অধিকাংশ দোকান খোলেনি।

সকাল থেকে টানা বৃষ্টির জেরে জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়। এ ছাড়া মহাত্মা গান্ধী রোড, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিটে জল জমেছে। উত্তর বন্দর থানার কাছে স্ট্র্যান্ড রোডের একাংশ জলমগ্ন হয়ে রয়েছে। জল জমেছে সায়েন্স সিটির কাছেও। বেলঘরিয়া রোড, বর্ধমান রোড এবং আলিপুরের কিছু কিছু রাস্তায় জল জমেছে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক পাম্পিং স্টেশন জোনে। দুপুর বারোটা পর্যন্ত ১৪১ মিমি বৃষ্টিপাত হয়েছে সেখানে। তারপরেই রয়েছে কামদহরি (১২০ মিমি), বালিগঞ্জ পাম্পিং স্টেশন অঞ্চলে ১১৯ মিমি, ট্যাংরা, ডায়মন্ড হারবার ও তারাতলা এলাকায় ১০৩ মিমি করে বৃষ্টিপাত হয়েছে। আলিপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০০ মিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি বেশি হয়েছে বালিগঞ্জ, চেতলা, মোমিনপুর এলাকাতেও।

উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলেই জানা যাচ্ছে পুরসভা সূত্রে। বালিগঞ্জ, যাদবপুর ৮বি, যাদবপুর থানা, বালিগঞ্জ ফাঁড়ি, বেকবাগান, হাজরা, মোমিনপুর, খিদিরপুর, আলিপুর বডিগার্ড লাইন, প্রিন্স আনোয়ার শাহ, রাসবিহারী সহ দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ শহরের অন্যান্য অঞ্চলের চেয়ে সর্বাধিক। একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন ভিক্টোরিয়া, ময়দান চত্বর। সাউথ সিটির উল্টো দিকে একটি গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ। কলকাতার একাধিক হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 1 =