কলকাতা : বাধাহীন উত্তুরে হাওয়ার প্রভাবে কনকনে শীতের আমেজ শহর ও শহরতলিতে। জমজমাট ঠান্ডা পুরুলিয়া ও বাঁকুড়া-সহ বিভিন্ন জেলায়।
মহানগরী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস, গতকালের তুলনায় এদিন পারদ নেমেছে অনেকটাই। মঙ্গলবারই কলকাতায় এই মরশুমের শীতলতম দিন।
শুধু কলকাতা নয়, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি। বাঁকুড়ায় এদিন পারদ নেমে যায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। একইসঙ্গে ঘন কুয়াশায় কমে যায় দৃশ্যমানতা।

