একুশে জুলাইয়ের মঞ্চে প্রতিবারই তারকাদের হাজিরা নজর কাড়ে। তবে এবার পঞ্চায়েত ভোটের প্রচারে নুসরত জাহানকে দেখা গেলেও সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য গড়হাজির ছিলেন মিমি চক্রবর্তী ও দেব। যদিও ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে একুশের মঞ্চে উপস্থিত তৃণমূলের তিন তারকা সাংসদ। সিনেপর্দার তারকাদের পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় মুখদেরও শহিদ মঞ্চে উপস্থিত থাকার কথা শোনা গিয়েছিল। নচিকেতা, লাভলি মৈত্র, সুদেষ্ণা রায়, তৃণা সাহা , শ্রীতমা ভট্টাচার্য… তালিকাটা বেশ দীর্ঘ। একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের তারকা সাংসদ দেবের পাশাপাশি নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী, তৃণমূলের তারকা যুবনেত্রী সায়নী ঘোষ। দেখা গিয়েছে মিঠাই খ্যাত সৌমিতৃষাকেও। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় দুই টেলিতারকা তৃণা সাহা এবং শ্রীতমা ভট্টাচার্যরা অবশ্য আগেভাগেই জানিয়েছিলেন, গরমের কথা মাথায় রেখে সুতির সালোয়ার কিংবা শাড়িকেই একুশের সাজপোশাক হিসেবে বেছে নেবেন তাঁরা।
উল্লেখ্য, ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের কাছে একুশে জুলাই এক আবেগের নাম। এবছর আবার তৃণমূলের শহিদ দিবসেই পালিত হবে পঞ্চায়েত নির্বাচনের বিজয় দিবস। পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেয়েছে ঘাসফুল শিবির। ফলে এবছর জনসমাগম আরও বেশি। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা ধর্মতলায় জড়ো হয়েছেন। ২১-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর বক্তৃতার পাশাপাশি টলিউডের ফিল্মস্টারদেরও দেখতে ভীড় জমান আমজনতা। প্রতিবছরের মতো এবারও নিরাশ হলেন না তাঁরা। একুশের মঞ্চে চাঁদের হাটের সাক্ষী থাকল ধর্মতলার জনঅরণ্য।